প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারর্স অ্যাসোসিয়েশন পালন করল ইঞ্জিনিয়ারর্সদিবস

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

দেশের সামগ্রিক গঠনের জন্য ইঞ্জিনিয়ারদের ভূমিকা রয়েছে।সামগ্রিক ভাবে পরিকাঠামো তৈরিতে এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে। তাই প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং ভারতরত্ন এম.বিস্বেশ্বরায়ার জন্মদিনকে ইঞ্জিনিয়ার দিবস হিসেবে পালন করেন পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররা তাদেরই কারিগরিতে তৈরি আন্তর্জাতিক মনের প্রেক্ষাগৃহ ধনধান্যে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি ডাব্লিউ ডি এর ভূতপূর্ব ইঞ্জিনিয়ার অমিতাভ সেনগুপ্ত,ফুটবল খেলোয়ার শিশির ঘোষ, ইসরো চন্দ্রযান -৩ এর সাথে যুক্ত বিজ্ঞানী শুভ্রদীপ দে, বিশিষ্ট চিকিৎসক শঙ্কর দাস এবং কল্যানী বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক অনিবার্ণ মুখার্জি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শুভ্রদীপ যেমন তার সাফল্যের কথা তুলে ধরেন এবং জানান রাজ্যে যথেষ্ট মেধা সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে যারা রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। তেমনি মেয়র ফিরহাদ হাকিমও রাজ্যের সেতু নির্মাণ থেকে শুরু করে, বিভিন্ন উল্লেখযোগ্য স্টেডিয়াম এবং রাজ্যে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকার কথা তুলে ধরেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল সুব্রত ঘোষ তাদের সংস্থার তরফ থেকে একদিকে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পুস্তক বিতরণ,অনাথ আশ্রমে বাচ্চাদের সাহায্য দান আবার অন্যদিকে দীর্ঘ পরিকাঠামো তৈরিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *