প্লাস্টিক ও চারাগাছ দিলে পাবেন মাস্ক ও স্যানিটাইজার

Spread the love

সেখ সামসুদ্দিন

ব্যাংক মানে সাধ্যমতন জমিয়ে রেখে প্রয়োজন মতন ফেরত পাওয়ার জায়গা, পূর্ব বর্ধমান জেলা তথা সারা রাজ্যে তথা সমগ্র দেশে প্রথম বার মাস্ক ও স্যানেটাইজার ব্যাংক খোলার উদ্যোগ নিল পল্লীমঙ্গল সমিতি। ব্লাড ব্যাংকে গেলে কারুর দান করা রক্তের বিনিময়ে রক্ত পেয়ে যান, ব্যাংকে গেলে আপনার জমানো টাকা থেকে তা প্রয়োজন মতন তুলতে পারেন, স্যানেটাইজার ও মাস্ক ব্যাংক থেকে ঠিক তেমনই আপনার প্রয়োজন মতন ১লিটার স্যানেটাইজার ও ২টি মাস্ক বিনামূল্যে ৫ কেজি প্লাস্টিক বা ৫টি চারা গাছ দানের মাধ্যমে পেতে পারেন বা স্বল্প মূল্যে (মাত্র ৪৯টাকায়) পেতে পারেন , জেলার প্রত্যেক মানুষ মাসে ১বার করে এই সুবিধা নিতে পারেন এই ব্যাংক থেকে। ব্যাংকে সবসময় কোনো কিছুর বিনিময়ে কিছু পাওয়া যায় তাই মাত্র ৫কেজি প্লাস্টিক বা ৫টি চারা গাছ এনেই পেতে পারেন করোনা মোকাবিলার অস্ত্র, কোভিড কে রুখতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমনই উদ্যোগ পল্লীমঙ্গলের সকাল ১১টা থেকে বিকাল ৫টা অবধি পল্লিমঙ্গল সমিতির অফিসে এসে এই সুযোগ নিতে পারেন বলে জানান সাধারণ সম্পাদক সন্দীপন সরকার। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে : ৯০৬৪৯৯৩১৩৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *