জুলফিকার আলি
:- আবহাওয়া সূত্র অনুযায়ী বঙ্গোপসাগরের ভূগর্ভে গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, তারই পাশাপাশি সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তরফ থেকে, সেই পূর্বাভাস কে উপেক্ষা করে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় বাড়তি সর্তকতা জারি করল প্রশাসনের তরফ থেকে, রামনগর থানা ও জেলা প্রশাসন থেকে জারি করা হয়েছে বাড়তি সর্তকতা, যদিও এই মুহূর্তে তেমন ভাবে সমুদ্র উপকূলে পর্যটক না থাকার কারণে অনেকটা স্বস্তি পেয়েছে প্রশাসন, কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে মাইকিং করার মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, ইতিমধ্যেই ওটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘন মেঘের ছায়া নেমে এসেছে, পাশাপাশি তৎপর হয়েছে প্রশাসন।