বকনা বাছুর বিলি সালানপুরে

Spread the love

সালানপুর পঞ্চায়েত সমিতির তত্বাবধানে ১২ জন গরিব মানুষের মধ্যে বকনা বাছুরের বিতরণ

কাজল মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সালানপুর পঞ্চায়েত সমিতির তত্বাবধানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উদ্যোগে সালানপুর বিডিও অফিসে সালানপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ১২ জন গরীব বেনিফিসারিকে বকনা বাছুর নিজের হাতে তুলে দিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
তাছাড়া প্রতিটি বেনিফিসারিদের হাতে বাছুরের খাবার,ওষুধ,
গোসালা মেরামতের জন্য ৪১১০টাকা প্রদান করা হয়।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেকার পুরুষ ও মহিলাকে স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা।
তাই আজ সালানপুর ব্লকের ১২জন বেনিফিসারিকে বকনা বাছুর দেওয়া হলো।তাছাড়া দুইদিন পর আরো ১৩জন বেনিফিসারিকে একটি করে বকনা বাছুর দেওয়া হবে।এবং প্রতিটি বাছুরের খাদ্য সামগ্রী, ওষুধ ও গোসালা মেরামতের জন্য বেনিফিসারিদের ব্যাংকের খাতায়
৪১১০ টাকা করে দেওয়া হচ্ছে, তাছাড়া প্রতিটি বকনা বাছুরের জীবনবিমাও দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লকের বিডিও তপন সরকার,বি.এল.ডি.ও ডাক্তার শুভাশিস পাল, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *