উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, জয়নগর : পুলিশের জালে অস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বকুলতলা থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিমের ওসি লক্ষীকান্ত বিশ্বাস ও বকুলতলা থানার ওসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয় বকুলতলা থানার প্রিয়নাথের মোড় এলাকায়। এই এলাকার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে অস্ত্র সহ দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।ধৃত দুজন হলেন-আমিনুল কাজী(২৪) ও কামাল উদ্দিন লস্কর (২৫)। দুজনেরই বাড়ি কুলতলী থানা এলাকার ৯ নম্বর সোনাটিকারি গ্রামে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ টি ওয়ান শুটার পাইপগান, ১৮ রাউন্ড গুলি, একটি বাজাজ পালসার (নং -WB20L4354)মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে, অস্ত্র কেনা বেচার জন্য এদিন সন্ধ্যায় তারা এখানে এসেছিল। তবে এই অস্ত্র কোথায় কার কাছে বিক্রি করা হতো এবং এই কাজে আর কে কে আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। শুক্র বার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেল।