সুকান্ত ঘোষ,
বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় “বিকেএ কাতা ভিডিও কম্পিটিশন” করোনা মহামারীর জন্য লকডাউনের সময় ১৯শে এপ্রিল থেকে ৩রা মে, ২০২০ তারিখ পর্যন্ত ফেসবুক অ্যাপে আয়োজন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩১জন ক্যারাটেকা (২১ জন পুরুষ ও ১০ জন মহিলা) বাড়ি থেকেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে । এই টুর্নামেন্টের ফলাফল বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক, শেয়ার এবং ভিউয়ের জন্য নির্দিষ্ট করা পয়েন্টের ভিত্তিতে সর্বজনীন ভোট দ্বারা নির্ধারিত করা হয়।
পুরুষ কাতা বিভাগ ::
• প্রথম – নীলেষ ব্যানার্জী – ২৮৫৯ পয়েন্টস
• দ্বিতীয় – স্বপ্ননীল মন্ডল – ২৪৪৮ পয়েন্টস
• তৃতীয় – সোহান মুখার্জী ২১২৬ পয়েন্ট
মহিলা কাতা বিভাগ ::
• প্রথম – শ্রেয়সী ঘোষ – ১৩৫২০ পয়েন্টস
• দ্বিতীয় – সানজিদা নিগার – ৬২১১ পয়েন্টস
• তৃতীয় – আদিত্ৰী সামন্ত – ২০০০ পয়েন্টস