বর্ধমান ঝাড়খণ্ড সীমান্তে বসলো নাকা পয়েন্ট

Spread the love

বারাবনি থানার অন্তর্গত রুণাকুরা ঘাটের নিকটে একটি নাকা পয়েন্ট এর উদ্বোধন করলেন হিরাপুর সিআই ।

কাজল মিত্র

:-করোনা প্রকোপ বেড়েই চলেছে আর তাই জোরকদমে সমস্ত সীমান্তবর্তী বর্ডার এলাকায় পুলিশ এর কড়া নিরাপত্তা বেড়ে গেছে তাই অন্যান রাজ্য থেকে প্রবেশের মুখে সীমান্ত বর্ডার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।তবে রুণাকুরা ঘাট ও রূপনারায়নপুর বর্ডারে কোন স্থায়ী চেকপোস্ট নাথাকার কারনে ডিউটি করতে আসা পুলিশ কর্মীদের ভীষন অসুবিধার মুখে পড়তে হত ।বৃষ্টি, ঝড়, রোদ সবকিছু উপেক্ষা করে তাদের নিজেদের ডিউটি করতে হত ।তবে এবার বারাবনী থানার আধিকারিক অজয় কুমার মন্ডলের প্রচেষ্টাই সোমবার রুণাকুরা ঘাটের চেকপোস্টএ স্থানী ভাবে নাকা পয়েন্ট এর আবাসন উদ্বোধন করা হল।তবে আসানসোল কমিশনার গুরুতর অসুস্থতার কারণে বিশেষ কোন সাড়ম্বর ছাড়াই এই নাকা পয়েন্ট এর উদ্বোধন করা হয় ।এদিন সমস্ত রাস্তায় যাওয়া আসা করা চালকদের মাস্ক পরার আবেদন এর সাথে সাথে তাদের মিষ্টি মুখ করানো হয় ।তাছাড়া সমস্ত সীমান্ত বর্তী এলাকা শীল রয়েছে তাই অজয় বাবু নিজে ঝাড়খন্ড দিকথেকে আসা সকল বাইক আরোহী সহ চার চাকার গাড়ী চেক করেন তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন যে তারা কি কারনে আসছে ,তাদের নির্দিষ্ট ইপাস আছে কি না। যারা আসার জরুরি কারন দেখতে পারচে না তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ।এদিন বারাবনি থানার আধিকারিক অজয় মন্ডল বলেন
যে এই রুণাকুড়া ঘাটের চেক পোস্ট এ আমাদের পুলিশ কর্মীরা ডিউটি করলেও তাদের স্থায়ী কোন নাকা পয়েন্ট না থাকায়
বৃষ্টি, ঝড় ,রোদের সময় তাদের অসুবিধা হত তাছাড়া তাদের খাতা কলমের সকল যাওয়া আসা গাড়ি গুলি কাগজে এন্ত্রি করতে অসুবিধার কারনে এই নাকা পয়েন্টের আজ উদ্বোধন করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *