বর্ধমান শহরে ক্যারাটে সংগঠনের তরফে প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিলি

Spread the love

সুকান্ত ঘোষ,

গত ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোলকাতা ও হাওড়া এর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এবং বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এবং পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে কোভিড-১৯ মহামারী পরিস্হিতিতে এলাকার প্রায় দেড়শতাধিক প্রতিবন্ধী ভাইবোনদের চাল, ডাল, নুন, মশলা, সয়াবিন, চিনি, আলু ইত্যাদি খাদ্যসামগ্রীসহ গামছা ও মাস্ক বিতরণ করা হল । এই ধরণের কর্মসূচি করতে পেরে আমাদের ক্যারাটে সংস্থার সকল সদস্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত এবং কলকাতা এবং হাওড়া এর বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থাকে এই সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই । প্রতিবন্ধী ভাইবোনেরা এইসমস্ত সামগ্রী পেয়ে খুব খুশি হয় । এই খবর জানিয়েছেন বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিহান দেবাশিস কুমার মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *