বাঁকুড়ার রাইপুরে পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচি

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে রাইপুর থানার পরিচালনায় আজ রাইপুর বাজার এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে একটি সচেতনতার মিছিল সারা বাজার পরিক্রমা করল এছাড়া এই মিছিলের পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা রাইপুর সবুজ বাজারে এক পথসভায় অংশ নেয়। সেখানে রাইপুর থানার দুই পুলিশ অফিসার সায়ন পানি ও দেবাশীষ হালদার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিষদ ব্যাখ্যা করেন যা বাজারে আসা সাধারণ মানুষ মনোযোগ সহকারে শোনেন। পুরো মিছিল এবং আজকের এই পথসভার নেতৃত্ব দেন রাইপুর থানার এই দুই পুলিশ অফিসার। পুলিশের আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ও পথে চলতি মানুষ। এ ব্যাপারে রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি বলেন এই কর্মসূচি আমাদের ধারাবাহিক কর্মসূচি, প্রতি মাসেই এই ধরনের সচেতনতার মিছিল আমরা আমাদের পুলিশ কর্মীদের নিয়ে করে থাকি এছাড়াও আরো অনেক সামাজিক কাজকর্ম আমাদের জেলা পুলিশের উদ্যোগে হয়ে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য ফুটবল প্রতিযোগিতা, রক্তদান শিবির, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা সহ পিছিয়ে পড়া শিশুদের বিদ্যালয় মুখী করা ও গঠন-পাঠনে সাহায্য করা ইত্যাদি।

Leave a Reply