বাঁকুড়া জেলা পুলিশের পুজোয় চেক বিলি

Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে দুর্গাপুজো কমিটিগুলোকে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ, পুলিশ সুপার কোটেশ্বর রাও, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী, বিধায়ক শম্পা দরিপা প্রমূখ। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী গত বৎসর সার্বজনীন পুজোর সংখ্যা ছিল পাঁচশো তিরিশ টি এবছর সেখানে সার্বজনীন পুজোর সংখ্যা ছয়শ একান্নটি। এবছর পুজো কমিটিগুলোর হাতে পঞ্চাশ হাজার টাকা করে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। কমিটিগুলোর হাতেচেক তুলে দিয়ে জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন করোনা বিধি মেনেই পুজো কমিটি গুলোকে পুজোর প্যান্ডেল করতে হবে ও স্বাস্থ্যবিধি যাতে ঠিকঠাক পালন করা হয় সেদিকেও নজর রাখতে হবে। পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন সারা জেলায় চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি থানা কে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিজ নিজ এলাকার পুজো কমিটি গুলির হাতে চেক তুলে দেওয়ার জন্য। যাতে দুর্গাপূজার আগেই কমিটিগুলো চেক পেয়ে যায় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। এছাড়া পুজোর দিনগুলোতে যাতে কোনরকম বিশৃঙ্খলা ও অপরাধমূলক কাজ না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং পুজোর দিনগুলোতে কড়া ব্যবস্থা থাকবে। পুজোর আগেই চেক পেয়ে খুশি পুজো কমিটির উদ্যোক্তারা তাদের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের কাছে স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *