সুরজ প্রসাদ ,
বিজেপি কর্মী সমর্থক বোঝাই বাসের ধাক্কায় মৃত্যু হল এক টোটোচালকের।দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের চাণ্ডুল মোড়ে।মৃত টোটো চালকের নাম বা পরিচয় জানা যায় নি।স্থানীয় বাসিন্দা তৈয়ব আলি বলেন বাসটি দ্রুত গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল।বাসটি বেসামাল হয়ে প্রথমে ধাক্কা মারে টোটোতে। এত গতি ছিল এরপর লেন পাল্টে বাসটি একটি ট্রেলারে ধাক্কা মারে।দুর্ঘটনায় বাসের চালক ও ট্রেলারের চালক এবং খালাসিও জখম হয়। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে। অবরুদ্ধ হয়ে পড়ে দু’দিকের লেনই।তবে বাসের যাত্রীরা তেমন কেই জখম হয় নি।