বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মীদের স্মারকলিপি পূর্ব বর্ধমানে

Spread the love

সুরজ প্রসাদ ,

উপযুক্ত বেতন ও চাকরির স্থায়ীকরণের দাবিতে রাজ্য জুড়ে বিদ্যুত দপ্তরের ঠিকাকর্মীরা বিক্ষোভ দেখাল। গত সোমবার বর্ধমানের পাওয়ার হাউসে জোনাল অফিসের সামনে ঠিকাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত ঠিকাকর্মী ইউনিয়ন। তাঁদের মূল দাবিগুলি হল, ৬০ বছর পর্যন্ত ঠিকাকর্মীদের কাজে সুনিশ্চিতকরণ, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি। শ্রম আইন অনুযায়ী নুন্যতম ২১০০০টাকা বেতন প্রদান, ঠিকাকর্মীদের জাতীয় ছুটি অনুযায়ী ছুটি দেওয়া এবং অতিরিক্ত কাজের হিসাবে দ্বিগুণ বেতন প্রদান করা সহ মোট ৮ দফা দাবিতে বিক্ষোভ দেখান তারা। তারা জানান, এই সমস্ত দাবি নিয়ে তারা বার বার কর্তৃপক্ষ ও রাজ্য সরকার কাছে জানিয়েছে। আজ সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। আমপান ও করোনা পরিস্থিতিতে আমাদের সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে। কিন্তু, আমাদের দাবিগুলি পূরণ করার বিষয়ে সরকার গাফিলতি দেখাচ্ছে। তাই আগামী দিনে আমাদের দাবি পূরণ করা না হলে আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *