বিদ্যুৎ নিয়ে মেমারি কংগ্রেসের বিক্ষোভ

Spread the love

সেখ সামসুদ্দিন,

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশানুসারে মেমারি ১ ব্লক জাতীয় কংগ্রেস কমিটি ও যুব কংগ্রেস কমিটির পক্ষ হতে মেমারি বিদ‍্যুৎ সাপ্লাই স্টেশন ম‍্যানেজারের কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ও অবস্থান বিক্ষোভ দেখানো হয়। দাবির মধ‍্যে ১) লকডাউনের জন‍্য তিন মাসের বিদ‍্যুৎ বিল মুকুব করতে হবে, ২) প্রতি মাসে মিটার রিডিং নিয়ে মাসে মাসে বিদ‍্যুৎ বিল পাঠাতে হবে এবং ৩) ভারতের অন‍্যান‍্য রাজ‍্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ‍্যুতের দাম দ্বিগুণ হওয়ায় তা কমাতে হবে। এই সকল দাবিতে মেমারি বিদ‍্যুৎ সাপ্লাই অফিসের গেটের সামনে সকাল দশটা থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয়া হয় ও দুপুর ১টার সময় স্টেশন ম‍্যানেজারের কাছে ডেপুটেশন দেয়া হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস‍্য তুষার কান্তি পান, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা সভাপতি ও বিদায়ী পুরবোর্ডের কাউন্সিলার শ‍্যামল সরকার, মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি অনিক সাহা, ব্লক সভাপতি জাকির হোসেন, মহিলা নেত্রী সঞ্জীবা খাতুন, কিষাণ কংগ্রেস সভাপতি রাজেশ হরিজন, অন‍্যতম সংগঠক আবু হোসেন ওরফে রথী সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *