বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Spread the love

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

সেখ রাজু

শহরতলী থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিবছরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রামপুর গুপ্তপাড়া পূজা কমিটি ও রামপুর পল্লীমঙ্গল সমিতি । ভাতারের এরুয়ার অঞ্চলের রামপুর গ্রামের সমাজসেবী বিশ্বনাথগুপ্তের উদ্যোগে বর্ধমান কিমস হাসপাতালের সহযোগিতায় বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির চতুর্থ তম বর্ষে পদার্পণ করল । জেনারেল মেডিসিন, অর্থ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্টে বিশেষজ্ঞ চিকিৎকরা এলাকার সাধারণ মানুষদের চিকিৎসা পরিষেবা তুলে দেন । অন্যতম আয়োজক বিশ্বনাথ বাবু প্রতিবছরই সাধারণ মানুষের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন । গ্রামাঞ্চলের মানুষেরা অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা করাতে অনেক সময় ব্যর্থ হয় । সেই ব্যর্থতা ঢেকে দিয়ে এলাকার দুঃস্থ ও গরিব মানুষদের স্বাস্থ্য সচেতনতায় আজকের এই শিবির। তিনি জানান প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা ভেবেই আজকের এই আয়োজন । গ্রাম সহ ভিন্ন গ্রামের অসংখ্য সাধারণ মানুষেরা শ-এ, শ-এ আজকের শিবিরে উপস্থিত হয়েছেন । আমাদের এই প্রয়াসে সকলে যদি উপকৃত হয় তবেই আমরা নিজেদের ধন্য মনে করব ।

অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবব্রত ব্যানার্জি, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমিত ব্যানার্জি সহ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সযত্নে উপস্থিত ব্যক্তিদের চিকিৎসা করেন । পাশাপাশি ইসিজি সহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *