আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য ৷
প্রচুর পরিমাণের গাঁজা সহ ট্রাক আটক করল কন্যাপুর ফাঁড়ির পুলিশ।
কাজল মিত্র
:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কন্যাপুর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশের একটি দল মঙ্গলবার রাতে একটি গোপন সূত্রে খবর পেয়ে এনএইচ -২ এর ওপর জুবিলি মোড়ের কাছে একটি ট্রাকের তল্লাশি চালিয়ে প্রায় ৩৩০ কেজি গাঁজা আটক করেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ৬ চাকা গাড়ি ও একটি পিকআপ ভ্যান সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয় ৷
বুধবার সকালে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে এডিপিসির পক্ষ থেকে ডিসি সায়ক দাস এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান একটি ট্রাকে করে বিপুল পরিমান গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার রাত্রে ওই গাড়িটি যখন এনএইচ -২ এর ওপর দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেইসময় পুলিশ সেটিকে আটকায়। লরিটি আটকাতেই ৩৩০ কেজি গাঁজা আটক করেন যার বাজার মূল্য বাজার মূল্য কয়েক লক্ষ্য টাকা ।তাছাড়া চালক ও খালাসি সহ মোট ৫ জনকে ধরে ফেলতে সমর্থ হয়।আটক ব্যক্তিদের মধ্যে একজন উত্তর প্রদেশ, একজন উত্তর ২৪ পরগনার সোদপুর ও বাকি তিনজন আসানসোল উত্তর, কুলটি ও অণ্ডালের বাসিন্দা বলে জানা গেছে ।এদিন তাদের আসানসোল জেলা আদালতে তোলা হয় । তবে তিনজনকে দশদিনের রিমান্ডে নেওয়া হয় বলে জানান ডিসি সায়ক দাস।