মোল্লা শাহজাহান (নিপু)
স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায় স্মৃতি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্ঠা প্রদীপ মজুমদার। অবিভক্ত বর্ধমানের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায় স্মৃতি পুরস্কার পেলেন দক্ষিণ দামোদরের ভূমিপুত্র রাজ্যে সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। পুরস্কার প্রদান করলো বাংলার অন্যতম শিক্ষা সাস্থ সমাজসেবী প্রতিষ্ঠান ‘সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট’। খন্ডঘোষের সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট মিশন শিক্ষার মাধ্যমে নিম্ন মেধা ছাত্র ছাত্রীদের উন্নত শিক্ষাদান করে উচ্চ মানের রেজাল্ট করে রাজ্জ্যে সারা জাগিয়েছে, তেমনি সমাজসেবার মাধ্যমে বন্যা ত্রাণ, ভূমিকম্প, ঘূর্ণি ঝড় আমফান সহ সমস্ত জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এরা। সারা বছর এক হাজার এর বেশি মানুষ বস্ত্র দান, কম্বল দান, সাইকেল বিলি, দুস্থ মেধাবীদের অর্থ প্রদান করে থাকে। সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক বলেন -” মানুষের চেতনার বিকাশ ঘটানোর জন্য প্রতি বছর চেতনা উৎসব করে থাকি উদ্দোশ্য মানুষের শুভ চেতনার উন্মেষ ঘটানো “। হাজি কুতুবুদ্দিন সাহেব আরো বলেন – “দক্ষিণ দামোদর স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান এখানকার স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর জন্য রাসবিহারী ঘোষ, অনিল বরণ রায় এদের নামে আমরা স্মৃতি পুরস্কার ঘোষণা করি। এ বছর অনিল বরণ রায় স্মৃতি পুরস্কার পেলেন দক্ষিণ দামোদরের গর্ব মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার। পুরস্কার পেয়ে প্রদীপ বাবু বলেন – ” সুভাষ চন্দ্র বসু ও ঋষি অরবিন্দর সাহচার্য পাওয়া স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায় নামাঙ্কিত পুরস্কার পাওয়া কে গর্বিত মনে করছি। এই জন্য সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট তার কর্মকর্তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানা “।