সুরজ প্রসাদ
বিশ্বভারতীতে হামলাবাজির প্রতিবাদ করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এ বি ভি পির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা। হাতে প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভ পালিত হয় বর্ধমান শহরের কেন্দ্রে। এ বি ভি পি র নেতা অনিরুদ্ধ বিশ্বাস জানান; বিশ্বভারতী এ রাজ্যের গর্ব। দেশের মানুষের সাংস্কৃতিক পীঠস্থান। এখানকার মেলার মাঠের একটা গরিমা আছে। সেখানে সন্ধ্যের পর মদ গাঁজা খাওয়ার মত অসামাজিক কাজ হয়। তাই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তা ঘেরার উদ্যোগ নেন। মেলা বন্ধ করে দেওয়া হবে এই অপপ্রচার করে তৃণমূলের বাহিনী হামলা চালিয়েছে। নির্মানসামগ্রী লুঠ করেছে। ভাঙচুর চালিয়েছে। এর প্রতিবাদ করা উচিত।এটি একটি কালো দিন শিক্ষা ও সংস্কৃতি জগতের কাছে। তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই প্রতিবাদে সামিল হলো।