বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে আসানসোল বিজেপির যুব মোর্চার রবীন্দ্রভবন চত্বর এর সামনে বিক্ষোভ কর্মসূচি
কাজল মিত্র
:- বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে আসানসোল জিটি রোডের বিএন আর মোড়ে বিক্ষোভ বিজেপির যুবমোর্চার।বুধবার বিকালে একটি মিছিল করে এসে বিএনআর মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথের পাদদেশে কিছু কর্মী রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। এই বিক্ষোভ কর্মসূচি যে নেতৃত্ব দেন যুব নেতা অরিজিৎ রায় । এদিন বক্তব্য রাখতে গিয়ে অরিজিৎ রায় বলেন,জোর করে বিশ্বভারতীর জায়গা দখল করা হচ্ছে। শাসক দলের মদতে কবিগুরুর জায়গায় দখলদারি করছে এলাকার লোকজন। বিশ্বভারতীর সম্পদ নষ্ট করেছে তৃনমুল কংগ্রেসের গুণ্ডারা ।সেখানে পুলিশ প্রশাসন চুপ করে রয়েছে। এর জন্য স্থানীয় বিধায়কের দিকে অভিযোগ তোলেন তিনি। কবিগুরুর বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।