কমল বড়া
লকডাউন অমান্য করে মন্তেশ্বর ব্লকের রাইগ্রাম হাটতলা বাজারে সিপিআইএম কুসুম গ্রাম এরিয়া কমিটির সম্পাদক তথা গত বিধানসভা সিপিআইএমের কনটেস্ট ক্যান্ডিডেট ওসমান গনি সরকার মিছিল করলেন ,সারা ভারতবর্ষে নভেল করোনা ভাইরাসের আক্রমণে জর্জরিত সাধারণ মানুষ এই করোনা ভাইরাস কে রুখতে সরকারের পক্ষ উদ্যোগ নেয়া হয়েছে সপ্তাহে দুদিন লকডাউন ,বাড়ি থেকে বার না হওয়া যত্রতত্র জামায়াত না হ ওয়া সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সকল মানুষের মুখে মাক্স লাগানো বাধ্যতামূলক,করোনা থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশ, এই নির্দেশ অমান্য করে সিপিআইএম পক্ষ থেকে মিছিল