সেখ নিজাম আলম
কুমারপুরে বৃক্ষরোপন ২৩শে জুলাই, গলসী১ এর বুদবুদ গলসী বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বাঁকা তীরবর্তী কুমারপুর গ্রামের তরুণ অধ্যাপিকা পিয়ালী প্রামানিকের উদ্যাগে স্থানীয় শিক্ষক, কৃষক,পেনশনার ও ছাত্রীদের নিয়ে আজ ঐগ্রামে ০৯টি মেহগনি ও একটি আমলকির চারা রোপণ করা হয়। অরন্য সপ্তাহের শেষ দিন থেকে পরের দিনে ছোটাছুটি করে কেন্দ্রের সম্পাদক মানব যশ চারা সংগ্রহ করার অনুমতি আদায় করার পর ঐ অধ্যাপিকাই কামনাড়া-মীর্জাপুর থেকে চারাগুলি ২১/৭/২০২০ তারিখে সংগ্রহ করেন। অনেক আমের চারা ছিল। উনি অনেক কাকুতি মিনতি করলেও একটিও আম চারা দেওয়া হয় নি,বলা হয়,”ওগুলি এম এল এ’র জন্য রাখা আছে—।” ২০/৭/২০তারিখে,অরন্য সপ্তাহের শেষ দিনে আঃপ্রফুল্ল চন্দ্র রায় বিঃ কেন্দ্রের(কাঁকসা) বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মানকর কলেজের এক তরুণ অধ্যাপকের মাধ্যমে তাঁর সহপাঠীনিরূপে উনি আমাদের মত কাজে যুক্ত হবার আবেদন করেন।