বুদবুদের কুমারপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

Spread the love

সেখ নিজাম আলম

কুমারপুরে বৃক্ষরোপন ২৩শে জুলাই, গলসী১ এর বুদবুদ গলসী বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বাঁকা তীরবর্তী কুমারপুর গ্রামের তরুণ অধ্যাপিকা পিয়ালী প্রামানিকের উদ্যাগে স্থানীয় শিক্ষক, কৃষক,পেনশনার ও ছাত্রীদের নিয়ে আজ ঐগ্রামে ০৯টি মেহগনি ও একটি আমলকির চারা রোপণ করা হয়। অরন্য সপ্তাহের শেষ দিন থেকে পরের দিনে ছোটাছুটি করে কেন্দ্রের সম্পাদক মানব যশ চারা সংগ্রহ করার অনুমতি আদায় করার পর ঐ অধ্যাপিকাই কামনাড়া-মীর্জাপুর থেকে চারাগুলি ২১/৭/২০২০ তারিখে সংগ্রহ করেন। অনেক আমের চারা ছিল। উনি অনেক কাকুতি মিনতি করলেও একটিও আম চারা দেওয়া হয় নি,বলা হয়,”ওগুলি এম এল এ’র জন্য রাখা আছে—।” ২০/৭/২০তারিখে,অরন্য সপ্তাহের শেষ দিনে আঃপ্রফুল্ল চন্দ্র রায় বিঃ কেন্দ্রের(কাঁকসা) বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মানকর কলেজের এক তরুণ অধ্যাপকের মাধ্যমে তাঁর সহপাঠীনিরূপে উনি আমাদের মত কাজে যুক্ত হবার আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *