বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে একটি রক্তদান উৎসবে অসংখ্য দৃষ্টিহীন এবং প্রতিবন্ধীরা রক্তদান করলেন।

Spread the love

বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে একটি রক্তদান উৎসবে অসংখ্য দৃষ্টিহীন এবং প্রতিবন্ধীরা রক্তদান করলেন।

কলকাতা: সমাজের কাছে দৃষ্টিহীন এবং প্রতিবন্ধীরা বলতে গেলে প্রায় নগণ্য। তাই এই সমাজের পিছিয়ে পড়া দৃষ্টিহীন এবং প্রতিবন্ধী মানুষদের উচ্চ আসনে ঠাঁই দিতে বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেহালা থানার বিপরীতে পঞ্চানন তলা মন্দির প্রাঙ্গণে। এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি প্রায় ৭০ জন মত দৃষ্টিহীন মহিলা পুরুষ রক্তদান করলেন। সব মিলিয়ে ১৫০ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করলেন সখেরবাজার লায়ন্স ব্লাড ব্যাংক। এছাড়াও বিনামূল্যে ফিজিওথেরাপি ও চক্ষু পরীক্ষার সুব্যবস্থা করা হয়েছিল বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে। ১০০ জন গরিব মানুষ এবং দৃষ্টিহীন পুরুষ ও মহিলাদের বস্ত্র দান করা হয়। এর মধ্যে মহিলাদের জন্য ছিল শাড়ি ও পুরুষদের জন্য ছিল রঙিন গেঞ্জি।
বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশীষ কুমার চ্যাটার্জি বললেন, প্রতিবছর রাজ্যের মধ্যে বৃহৎ ভাবে ক্যারাম প্রতিযোগিতার পাশাপাশি নিম্ন শ্রেণীর গরিব মানুষ এবং দৃষ্টিহীন ও প্রতিবন্ধী মানুষদের জন্য সামাজিক এবং উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে থাকি। এই রক্তদান উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য দৃষ্টিহীন এবং প্রতিবন্ধী মানুষেরা রক্তদান করবেন এর পাশাপাশি বিভিন্ন স্কুল থেকেও অভিভাবকরা রক্ত প্রদান করবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *