সেখ রতন,
ভর বিকেলে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় এক বৃদ্ধ কে খুন করে পালাল দুস্কৃতি। এই ঘটনায় তীব্র আতঙ্কের সাথে চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, বাড়িতে বৃদ্ধ ও তাঁর স্ত্রী থাকতেন। বৃদ্ধ গোরাচাঁদ দত্তের বয়স ৮0। তাঁর স্ত্রীর নাম মীরা দত্ত। তাঁদের সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন বাড়িতে বৃদ্ধ একাই ছিলেন। স্ত্রী বোনের বাড়ি গিয়েছিলেন। প্রায় তিন ঘন্টা পর যখন বিকেল ৪টে নাগাদ বাড়িতে ফিরে আসেন তখন বাড়ির ভিতরে থেকে এক যুবককে বেরিয়ে আসতে দেখেন বলে মীরা দেবী জানিয়েছেন।
এরপর মীরা দেবী ঘরের ভিতরে ঢুকতেই রক্তাক্ত অবস্থায় স্বামীকে পরে থাকতে দেখেন। এবং গোটা আলমারি তছনছ। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাড়ার লোকেরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ কে। এরই ফাঁকে পালিয়ে যায় খুনি। কি কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃত্যু তদন্তে জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়েছে । এই ঘটনার তদন্তের কাজে নামানো হয়েছে স্নিফার ডগ।