ভাঙন পরিদর্শনে নদীয়া জেলাশাসক

Spread the love

শ্যামল রায়,

গঙ্গার ভাঙ্গন পরিদর্শন করলেন জেলা শাসক ও সভাধিপতি।


নদীয়া জেলার শান্তিপুর নবদ্বীপ কল্যাণী ঘোষপাড়া প্রভৃতি এলাকায় ভাঙন অব্যাহত। ভাঙ্গনের কবলে বহু চাষযোগ্য জমি বাড়ি রাস্তা করালগ্রাসে তলিয়ে গেছে। শেষ দপ্তর থেকে মাঝেমধ্যে গঙ্গা ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হলেও শেষমেষ গর্ভে বিলীন হয়ে যায়। গঙ্গার ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষ আছেন যারা গৃহহীন হয়ে পড়েছেন এবং কাজকর্ম করতে না পেরে অনাহারে দিন কাটাচ্ছেন।
বৃহস্পতিবার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর এলাকায় ভাঙন পরিদর্শন করেন জেলাশাসক বিভু গোয়েল জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ অনেকে।
জেলাশাসক বিভু গোয়েল জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই এলাকায় ভাঙন হচ্ছে এর ফলে বহু মানুষ আছেন যারা ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছে এবং আমরা যাতে আগামী দিন পরিকল্পিতভাবে শক্তপোক্ত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিদর্শন করতে এসেছি।
ভাঙ্গনরোধে পরিদর্শন করতে এসে জেলাশাসক এবং সভাধিপতি এলাকার মানুষের সাথে কথা বলেন এবং শেষ দপ্তর যাতে দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য সমস্ত রকম নির্দেশ তারা দেবেন এবং মানুষের সহযোগিতা আশা করছেন।
এখন শুধু সময়ের অপেক্ষা কবে নাগাদ এই ধরনের উদ্যোগ সফলতা অর্জন করে তারা জানিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *