সেখ মিলন,
বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর । মৃতের নাম তাহের আলী শাহ ।বয়স ৫৬ বছর। বাড়ি ভাতাড়ের কালুত্তাক গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের ভাতাড়ের বামশোর সংলগ্ন এলাকায় । স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তাহের আলী শাহ বাড়ি থেকে সাইকেলে চড়ে আলিনগরের দিকে যাচ্ছিলেন। ভাতাড়ের বামসোর সংলগ্ন এলাকায় পেট্রোল পাম্পের কাছে একটি বাস পিছন থেকে তাঁকে সজরে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাহের আলী শাহকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার দেহের ময়না তদন্ত হয় বর্ধমান পুলিশ মর্গে । ঘটনায় শোকের ছায়া এলাকায়।