আমিরুল ইসলাম,
ভাতারের নবস্থা বজরং বালি ক্লাবের উদ্যোগে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট।
পূর্ব বর্ধমান জেলার ভাতার এর মা চান্দা অঞ্চলের নবস্থা বাজরংবালি ক্লাবের উদ্যোগে16 দলীয় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
করোনার জন্য দীর্ঘদিন ভাতারের বিভিন্ন ক্লাবগুলির খেলাধুলা বন্ধ রয়েছে বর্তমানে কিছু কিছু ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু করেছেন।
নবস্থা বজরংবালী ক্লাবের সভাপতি বিধান মেটে জানিয়েছেন, এবছর আমাদের ক্লাব প্রথম এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
মোট 16 টি দল অংশগ্রহণ করেছে যারা খেলায় জয়ী ও বিজয়ী হবে তাদেরকে আর্থিক পুরস্কার দেয়া হবে।
ভাতার থেকে