আমিরুল ইসলাম,
কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ভাতারের বাসুদা পোস্টমাস্টার কে পোস্ট অফিসের আটকে রেখে বিক্ষোভ।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের
বাসুদা গ্রামের রয়েছে একটি পোস্ট অফিস। সেখানে সরকারি সমস্ত কাজকর্ম হয়।
গ্রামবাসীদের অভিযোগ 3-4 টি গ্রামের মানুষের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে পোস্টমাস্টার।
প্রায় 15 দিন পর আজ পোস্ট অফিস খুললে পোস্টমাস্টার কে পোস্ট অফিসের ভিতরে ভরে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসী এরপর ভাতার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
কিন্তু গ্রামবাসীদের দাবি তারা তাদের সেভিংস অ্যাকাউন্টের পাস বই ফেরত না পেলে এই আন্দোলন তারা চালাবে।
এরপর পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠে।
পূজা রায় নামে এক গ্রাহক জানান আমি আমার সেভিং একাউন্টে বেশ কিছু টাকা রেখেছিলাম ।হঠাৎ করে আমাকে আমাদের পোস্টমাস্টার প্রসন্ন কবিরাজ জানান বিশেষ কাজের জন্য পাস বই টা জমা দিয়ে যেতে হবে ।তাই আমি জমা দিয়েছিলাম এরপর আমিও পাস বই ফেরত পায়নি । আমি আমার পাস বই ফেরত চাই।