ভোটের ডিউটিরত অবস্থায় এক জোওয়ানের মৃত্যু, রামপুরহাটে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- রাজ্যের চতুর্থ দফার লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ১৩ ই মে সোমবার। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষ্যে বীরভূম জেলার দুটি লোকসভার নির্বাচন উপলক্ষে ১৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।সেরূপ ভোটের ডিউটি করতে এসে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বর্ডার সিকিউরিটি ফোর্স সেনা জওয়ান।জানা যায় যে, মৃত জওয়ানের বাড়ি উত্তরাখণ্ডে,বিএসএফ এর ৯৫ ব্যাটেলিয়ন কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিন বীরভূমের পাইকরের জাজিগ্রামের ২০৩ নম্বর বুথে ডিউটি করছিলেন মহেন্দ্র সিং নামে ৫৫ বছর বয়সী ওই বিএসএফ জাওয়ান। ভোট চলাকালীন রোদ গরমে অস্বস্তি বোধ করে এবং শ্বাস কষ্ট দেখা দেয়। সাথে সাথেই সঙ্গে থাকা তার সহকর্মী সহ অন্যন্যরা তড়িঘড়ি উক্ত জাওয়ানকে সেক্টর অফিস, সেখান থেকে পাইকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আইসিইউতে ভর্তি করানোর লক্ষ্যে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়।সেই মোতাবেক রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাওয়ানকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করার পর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন বলে সূত্রের খবর।