মঙ্গলকোটের রামনগরে হিমঘরে গ্যাস লিকে অসুস্থ ১০

Spread the love

আমিরুল ইসলাম ,


মঙ্গলকোটের রামনগরে একটি হিমঘরের বিষাক্ত গ্যাস ভর্তি টিউবের ভাল্ব ফেটে গুরুতর অসুস্থ দশজন।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার রামনগরে একটি হিমঘরের বিষাক্ত গ্যাস ভর্তি টিউবের ভাল্ব ফেটে গ্যাস ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ওই হিমঘরের শ্রমিক সহ ১০ জন। অসুস্থদের চিকিৎসার জন্য প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিন সকালে রামনগর গ্রামের কাছে ওই হিমঘরের শ্রমিকরা যখম কাজে ব্যাস্ত ছিলেন সেই সময় আচমকা প্রবল শব্দে হিমঘরের মেশিনের যন্ত্রের ভাল্ব ফেটে যায় । তারপর চারিদিকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে থাকে । অ্যামোনিয়ার ঝাঁজালো গন্ধ পেতেই হিমঘরের শ্রমিক ও অনান্য কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । তারা ছোটাছুটি শুরু করে দেন । পরে পুলিশ আসে। অসুস্থ দের উদ্ধার করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *