মঙ্গলকোট হাসপাতালের নব ভবন উদ্বোধন

Spread the love

আমিরুল ইসলাম  

বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হাসপাতালে  নব ভবন উদ্বোধন করলেন রাজ্যের  রাজ্যের দুই মন্ত্রী। যদিও এদিন এটি রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন নবান্ন থেকে। মঙ্গলকোট ব্লক হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি হয়ে ৩০ টি হয়েছে ।যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল ২০২১ সালে। সেই নতুন ভবনের কাজ শুরু হয়। এদিন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালভাবে সেই নব ভবন  উদ্বোধন করলেন । মঙ্গলকোটের মঞ্চে উপস্থিত ছিলেন  রাজ্যের দুই  মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও স্বপন দেবনাথ।এছাড়াও উপস্থিত ছিলেন  পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াংকা সিংলা ও জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন, মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক মনোতোষ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।মঙ্গলকোট বিএমওএইচ মনতোষ বিশ্বাস  জানান যে -” আমাদের বহুদিনের স্বপ্ন  পূর্ণ হল, আমরা চেষ্টা করব এলাকার মানুষদের উন্নত স্বাস্থ্য পরিসেবা দেবার ।এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাসপাতালের বেড সংখ্যা ৩০ টি হয়েছে। ডাক্তারের সংখ্যা বৃদ্ধি হয়েছে। এক্সরে থেকে শুরু করে নানান পরীক্ষা হবে মঙ্গলকোট ব্লক হসপিটালে। হসপিটালে তৈরি হয়েছে নতুন ল্যাব । সমস্ত পরিষেবা পাবে সাধারণ মানুষ”। প্রসঙ্গত, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গতবারে (২০১৬ থেকে ২০২১) মঙ্গলকোটে বিধায়ক থাকাকালীন তাঁর  বিধায়ক তহবিল থেকে বড়সড় অনুদান বরাদ্দকৃত করেছিলেন হাসপাতালের সামগ্রিক উন্নয়নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *