আমিরুল ইসলাম
ভাতারের একটি রেস্টুরেন্টে লক্ষ্য করে দুষ্কৃতীরা ছুড়লো বোম এলাকায় চাঞ্চল্য।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে শ্রীকৃষ্ণ রেস্টুরেন্টে গতকাল গভীর রাত্রে দুষ্কৃতীরা বোমা ছুড়ে।
দোকানের মালিক বৃন্দাবন ঘোষের জানান, গতকাল সন্ধ্যা সাড়ে আটটার সময় তিনজন ব্যক্তি আসেন আমার দোকানে মদ কিনতে।
লকডাউন এর জন্য আমার দোকানে বসে মদ খাওয়া বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই। ওই তিন ব্যক্তি দোকানে বসে মদ খাওয়ার কথা জানান। আমি বাধা দিলে ওরা আমার সঙ্গে মারপিট লেগে যায়। এরপর ওরা চলে যায়। ঘণ্টাখানেক পর পুনরায় এসে আমার দোকান লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে। আমি প্রাণে বেঁচে গেছি আমি চাই প্রশাসন ওই ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিক।
আমি লিখিত অভিযোগ জানাবো ভাতার থানায়।
পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে। একটি গাড়ি আটক করা হয়েছে।