সেখ সামসুদ্দিন
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন যজ্ঞে মন্তেশ্বর বিধানসভার বোহার ১ গ্রাম পঞ্চায়েতের রুকাশপুর গ্রামে ঢালাই রাস্তার কাজ আরম্ভ হলো। এই কাজের জন্য মোট অর্থ বরাদ্ধ হয়েছে ১৬,৭১,০৭৩ টাকা। একই সঙ্গে মন্তেশ্বর ব্লকের ঝিকরা থেকে উজনা ঢালাই রাস্তার কাজ আরম্ভ হলো। এই কাজের মোট অর্থ বরাদ্ধ ৩১,২১,৫৪১ টাকা। এই কাজের সূচনা করেন বিধায়ক সৈকত পাঁজা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়ের প্রধান সহ জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ