সেখ নিজাম আলম।,
মানকর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের মানকর পঞ্চায়েতের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন উপলক্ষে মানকর হাই স্কুলে সাড়ম্বরভাবে রক্তদান শিবিরের আয়োজন করলেন মানকর পঞ্চায়েত প্রধান মঙ্গলা রুইদাস। একদিকে চলছে রক্তদান আর অন্যদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাড়ম্বর অনুষ্ঠানে যোগদান করেন এলাকার হাজার হাজার মানুষ। বিদ্যাসারের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু করা হয়। সারেঙ্গী সঙ্গীত ও নৃত্য নিকেতনের একাধিক নৃত্য এই মঞ্চে সকলেই মুগ্ধ। তাছাড়া আদিবাসী নৃত্য পরিবেশিত হয় এই মঞ্চে। রক্তদানের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের সুনাম করেন সকল শ্রোতারা। এই মঞ্চে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সম্বর্ধনা করা হয় মানকর পঞ্চায়েতের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক অলোক মাঝি, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া সেখ, সহ সভাপতি অনুপ চ্যাটার্জী,গলসি ১ নং ব্লকের কৃষি কর্মাদক্ষ প্রশান্ত লাহা,বিশিষ্ট সমাজসেবী অলোক ঘোষ প্রমূখ। এই অনুষ্ঠানে ৫০ জন রক্তদান করেন।