সৈয়দ রেজওয়ানুল হাবিব,
আমফান ঘূর্ণিঝড়ে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ গাছ,, প্রকৃতির সমতা ফেরাতে মানব বন্ধন মঞ্চের পক্ষ থেকে চেয়ারম্যান শেখ সাবির আহমেদ এর নির্দেশে ৫ই জুন থেকে রাজ্য জুড়ে চলছে গাছ লাগাও কর্মসূচি,, এই কর্মসূচির শুভ সূচনা করেন মানব বন্ধন মঞ্চের রাজ্য কনভেনর মো: মোসারফ মোল্যা,, আজ ইং ২৩শে জুন মঙ্গলবার গাছ লাগাও কর্মসূচি পালনের ধারাবাহিকতা বজায় রাখলেন৷ মানব বন্ধন মঞ্চের রাজ্য কনভেনর মোসারফ মোল্যা বলেন – চেয়ারম্যান শেখ সাবির আহমেদ সাহেবের নির্দেশে আমরা রাজ্য জুড়ে যেমন গাছ লাগাও কর্মসূচি পালন করে চলেছি তেমনি ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরণ করছি৷ ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি ৩০শে জুন মঙ্গলবার সুন্দরবন সংলগ্ন এলাকার ১০০০গরিব অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে পাশাপাশি সুন্দরবন এলাকার ৪০ টি পরিবারের হাতে ৫০০০টাকা দিয়ে সহযোগিতা করা হবে। আজ গাছ লাগাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিথি গোবরডাঙ্গা রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ স্বামী সত্যরূপানন্দজী, মানব বন্ধন মঞ্চের রাজ্য কমিটির মিডিয়া সেলের উপদেষ্টা সৈয়দ জাহাঙ্গীর হাবিব, বাপি শেখ, নুরুল মন্ডল, সফিকুল ইসলাম, মজনু সরদার, অজেৎ পাড়, মনা দাস সহ অনেকেই।