মানুষের সাথে মানুষের পাশে জ্যোতিষ শাস্ত্রী বিশ্বজিৎ ভট্টাচার্য।

Spread the love

মানুষের সাথে মানুষের পাশে জ্যোতিষ শাস্ত্রী বিশ্বজিৎ ভট্টাচার্য।


সাধন মন্ডল বাঁকুড়া :—রাজ জ্যোতিষ পণ্ডিত ভূঁতনাথ ভট্টাচার্যের সারেঙ্গার আদি কালী মন্দির ৩১০তম বর্ষ কালীপূজা উপলক্ষে পঞ্চম তম বর্ষ সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রী বিশ্বজিৎ ভট্টাচার্য কালীপূজার আগেরদিন আজ রবিবার ছোট সারেঙ্গা, গোবিন্দপুর,সোনারডাঙ্গা, সারেঙ্গা বাগালপাড়া ও সারেঙ্গা অঞ্চলের বিভিন্ন গ্রামের মায়েদের মধ্যে ৩০০ টি শাড়ি বস্ত্র উপহার করেন। বিগত বছরগুলোতে কালী মন্দিরের সামনে অনুষ্ঠানের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি পালনকরা হয় এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে গ্রামে গ্রামে দরিদ্র পরিবার খোঁজে তাদের বাড়িতে গিয়ে বস্ত্র তুলে দেওয়া হল।এই উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়। এখানে উল্লেখ্য এই মাতৃ মন্দিরের প্রতিষ্ঠাতা ঁ জগমোহন ভট্টাচার্য এই কর্মসূচি প্রসঙ্গে বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন এ বছর আমি স্বসস্বতী পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেবো ঠিক করেছি আজ বিভিন্ন গ্রামে ঘুরে ৩০০ টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি আগামী দু-একদিনের মধ্যেই বাকিটা তুলে দেওয়া হবে। মাতৃ পূজার সময় গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই আমার উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *