মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের লক্ষ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের সভা জেলার বিভিন্ন ব্লকে

Spread the love

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের লক্ষ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের সভা জেলার বিভিন্ন ব্লকে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- সদ্য রাজ্যের বাজেট প্রক্রিয়ায় বাংলার উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত বাজেট ঘোষণা হয়েছে তার মধ্যে বাংলার লক্ষী ভান্ডার প্রকল্পে মাসিক সাম্মানিক বৃদ্ধি হওয়ায় মহিলাদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা গেছে। সেখানে বাংলার লক্ষী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে বেড়ে এক হাজার টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বারোশো টাকা ধার্য করা হয়েছে। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য শনিবার জেলার বিভিন্ন ব্লক এলাকায় তৃনমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিল, পথসভা,সভা সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধি নীতির প্রতিবাদে সমালোচনায় মুখর হয়ে ওঠেন তৃনমূল নেতৃত্ব।খয়রাসোল ব্লক মহিলা তৃনমূল কংগ্রেস আয়োজিত খয়রাসোল দলীয় কার্যালয়ে আয়োজিত মঞ্চে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মরিয়ম খাতুন, বীরভূম জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, সহ-সভানেত্রী কেনিজ রাসেদ, ব্লক মহিলা নেত্রী রুনু সিংহ প্রমুখ নেতৃত্ব।
রামপুরহাট শহর ও রামপুরহাট ১নং ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা কমিটির উদ্যোগে পদযাত্রা সংগঠিত হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভকত, রামপুরহাট ১ নাম্বার ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা সহ অন্যান্য নেতৃত্ব।অনুরূপ রাজনগর ব্লক এলাকায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু, রানা প্রতাপ রায় প্রমুখ নেতৃত্ব। অনুরূপ সিউড়ি শহর সহ অন্যান্য ব্লক এলাকা থেকেও উক্ত কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *