সেখ সামসুদ্দিন,
মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে পেট্রল ডিজেলের লাগাতর মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সমাবেশ করা হয়। মেমারি জিটিরোড চকদীঘী মোড়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য ও বর্ধমান জেলা জাতীয় কংগ্রেস সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় খান, জেলা যুব সভাপতি গৌরব সমাদ্দার, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা সভাপতি ও মেমারি পুরসভার বিদায়ী বোর্ডের ৪ নং ওয়ার্ড কাউন্সিলার শ্যামল সরকার, মেমারি বিধানসভার যুব সভাপতি অনীক সাহা, ব্লক কিষাণ কংগ্রেস সভাপতি রাজেশ হরিজন, মহিলা নেত্রী সঞ্জীবা খাতুন সহ নেতৃত্ব। অভিজিৎ ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় মোদী সরকার একতরফ ভাবে মানুষের উপর দায়ভার চাপিয়ে মূল্য বৃদ্ধি করে চলেছে তার বিরুদ্ধে লাগাতর আন্দোলন চলবে। গৌরব সমাদ্দার বলেন নরেন্দ্র মোদী চা বিক্রি দিয়ে জীবনের চলার পথ শুরু করে আজ দেশ বেচে দিচ্ছে, যা তার কাছে প্রত্যাশিত ছিল। তিনি কাউকে খেতে দেবেন না বলে সব বেচে ঝুলিতে ভরে নিয়ে পালাবেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের বিক্ষোভ সমাবেশ করছি।