সেখ সামসুদ্দিন
নিমো ১ গ্রাম পঞ্চায়েত অধীনে প্রায় দুই হাজার শ্রমিককে ১০০ দিনের কাজ করিয়ে মজুরি না দেওয়ায় প্রথমে জিটিরোড অবরোধ ও পরে মেমারি ১ ব্লক অফিসে বিক্ষোভ প্রকাশ ও স্মারকলিপি প্রদান করা হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায় ২০১৯ সালের এপ্রিল মাসে ২২০০ শ্রমিক মাটির রাস্তা নির্মাণে কাজ করে আজ পর্যন্ত প্রধানের কাছে বারবার অনুরোধ জানিয়েও মজুরি না পাওয়ায় আজ বাধ্য হয়ে অবরোধ ও বিক্ষোভের পথে যেতে হল বলে জানান বাসুদেব রায়, শুভজিত তরফদার, ভবানী রায়, রবিন মিত্র প্রমুখ শ্রমিকবৃন্দ। এ বিষয়ে প্রধান উত্তম কৈবর্ত জানান ঐ সময় কাজ না থাকায় মৌখিক আদেশে কাজ দেয়া হয়েছিল পরে কাজ শুরু হলে ঐ কাজ অ্যাডজাস্ট করে দেয়া হবে, তাতে শ্রমিকরা মেনে নিয়েছিল। বর্তমানে সেই কাজ অ্যাডজাস্ট করেই কাজ দেয়া হবে বলার পরেও তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা শ্রমিকদের আন্দোলনে নামিয়ে হেয় করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। বিডিও বিপুল কুমার মন্ডল জানান একশো দিনের কাজে মাটি কাটার কাজ দেয়া যায়না। বর্তমানে তাদের বেশি করে কাজ দিয়ে তাদের মজুরিতে পুষিয়ে দেয়া হবে বলাতে বিক্ষোভকারীরা সন্তুষ্ট হয়ে ফিরে যায়। প্রধানকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। যদিও একশো দিনের কাজে বিডিওর কোনো ভূমিকা নেই।