মেমারির পাল্লা বাজারে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল

Spread the love

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা

সেখ সামসুদ্দিন,

সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিল নিয়ে গোটা দেশে বিতর্ক তুঙ্গে। বিলকে সর্বনাশা আখ্যা দিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।রবিবার রাজ্যসভায় পাস হওয়া কৃষি বিল বেআইনি বলে দাবি বিরোধীদের। শুধু কৃষি বিল নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ‍্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। আমপান থেকে করোনা মোকাবিলা রাজ্যকে বিজেপি সরকার বঞ্চিত করেছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাল্লা বাজারে এক বিশাল জনসমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মেমারি ১ ব্লক তৃণমূল যুব সভাপতি জিতেন্দ্র সিং এর নেতৃত্বে, দেবীপুর থেকে এক মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার, মেমারি ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সংগঠক নিত্যানন্দ ব্যানার্জী, গন্তার পঞ্চায়েতের উপপ্রধান আসাদ চৌধুরী (সান), দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নিতাই ঘোষ, শহর অঞ্চলের জেলা তৃণমূল যুব সহ সভাপতি মানবেন্দ্রনাথ রায়, জেলা তৃণমূল যুব সম্পাদক অনুপ পরামানিক সহ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *