যুবশক্তি কে নিয়ে বৈঠকে মন্ত্রী স্বপনদেবনাথ

Spread the love

শ্যামল রায়


যুবশক্তি পারে দেশকে গড়তে বাংলাকে সোনার বাংলা তৈরি করতে। তাই যুব শক্তিকে চাঙ্গা করতে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ মিটিং সারলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এইদিন শ্রীরামপুর গ্রামের নুর ইটভাটা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্লকের যুবকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ  স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে জনগণের সাথে মিশে যেতে হবে এবং সরকারি প্রকল্পের কথা জুড়ালো ভাষায় প্রচার করতে হবে যারা এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে সরে রয়েছেন তাদের কেউ এই কাজে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন যুবকরাই পারে গোটা সমাজ ব্যবস্থাকে ধরে রাখতে এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে এবং পাল্টে দিতে। আগামী দিন যুবশক্তি পারবে রাজ্যের লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচিন্তিত ঘরে ঘরে পৌঁছে দিতে। তবে মনে রাখতে হবে বিগত বাম সরকারের আমলে উন্নয়নের দিক থেকে রাজ্য অনেকটা পিছিয়ে ছিল। কালনা মহকুমা মূলত তাঁত শ্রমিকদের বসবাস বেশি। তাঁতিদের জন্য তিনি দুটি হাট তৈরি করেছেন একটি ধাত্রীগ্রাম অপরটি শ্রীরামপুর গ্রামে। স্বপন দেবনাথ যুবকদের সামনে তুলে ধরেন যে বাম আমলে তার শ্রমিকদের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল সমবায় গুলো অচল হয়ে পড়েছিল। সরকার পরিবর্তনের সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁতিদের জন্য নানান ধরনের প্রকল্পের কথা ঘোষণা করেছে এবং তাঁত শ্রমিকরা যাতে তাদের উৎপাদিত কাপড় বিক্রি করতে পারে লাভবান হতে পারে সেই দিকে নজর দিয়েছে এবং আজ তাঁতিদের মুখে হাসি ফুটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *