যুবশক্তি বাড়াতে কালনায় সভা
শ্যামল রায়
; মঙ্গলবার কালনা ১ নং ব্লকে যুব শক্তিকে চাঙ্গা করতে সভা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।কালনার বুলবুলিতলা প্রাঙ্গণে যুবশক্তিকে চাঙ্গা করতে যুবশক্তির কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এদিন। রাজ্যের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কো অর্ডিনেটর সোহম চক্রবর্তী ও নির্মালা চক্রবর্তী, স্থানীয় যুব সভাপতি সৌরভ দেবনাথ সহ অনেকে।সভায় উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন – “আগামী বিধানসভা নির্বাচনে যুবশক্তি সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সামনে রেখে ফের প্রচুর ভোটের ব্যবধানে বিরোধীদের পরাজিত করবে সেই লক্ষ্য নিয়ে আমাদের যুবশক্তি আগামী বিধানসভায় পাখির চোখ হয়ে উঠবে”। ইতিমধ্যে জেলাজুড়ে যুব শক্তিকে চাঙ্গা ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে দফায় দফায় সভা অনুষ্ঠিত করছি জানিয়ে দিয়েছেন স্বপন দেবনাথ।করোনার পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের দিনযাপন করতে হচ্ছে তবুও সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে আমাদের সভা অনুষ্ঠিত হয়।সব কিছু বজায় রেখে আগামী দিন যুবশক্তি এলাকায় এলাকায় সরকারের উন্নয়ন প্রচার এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করবে বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।