সেখ নিজাম আলম ,
গলসির জয়কৃষ্ণপুরে রক্তদান শিবির। গলসী ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ জয় কৃষ্ণ পুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হোলো স্বেচ্ছায় রক্তদান শিবির।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলার সহ সভাপতি নব কুমার হাজরা, বিধায়ক অলোক মাঝি,ব্লক সভাপতি সুজন মণ্ডল,ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি গুল মহ: মোল্লা,ব্লক যুব সভাপতি হেমন্ত পাল,ব্লক নেতা সুজিত সাম, তুতুন দা, প্রধান রূপা বাগদি সহ অঞ্চলের সকল নেতৃত্ব। ৬০ জন এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।