রহস্য উদঘাটনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের 

Spread the love

 দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের 

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের মামলা।এই মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযোগ,-‘ ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশ  রিপোর্টের মধ্যে তফাত্‍ রয়েছে’। তাই দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত।আগামী ৬ মার্চ এই মামলার  কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।এই নির্মম  ঘটনাটি গত জানুয়ারি মাসের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় বাবা ও নাবালক ছেলের বিরুদ্ধে ১৩ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে নৃশংসভাবে খুনও করা হয় বলে অভিযোগ। চোখ খুবলে তুলে নেওয়া থেকে দেহের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকী অ্যাসিড ঢেলে দেহ পোড়ানোর চেষ্টারও অভিযোগ ওঠে। ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসেছে, তাতে এরকম কোনও তথ্যের উল্লেখ নেই বলে আদালত সূত্রে প্রকাশ । এদিন আদালতে মামলাকারীর তরফে আইনজীবী জানান, -‘এই অভিযুক্ত বাবা ও নাবালক ছেলে কয়েক মাস আগেও একই ঘটনায় অভিযুক্ত হন। আগের এই ঘটনা যুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ও পকসো ধারা দেওয়ার আবেদন জানানো হয়’।বিচারপতি জয় সেনগুপ্ত এসএসকেএম হাসপাতালের চিকিত্‍সকদের দিয়ে ময়নাতদন্ত করানোর নির্দেশ দিয়েছেন।আগামী  ৬ মার্চ কেস ডাইরি আদালতে হাজির করতে হবে তদন্তকারী পুলিশ অফিসার কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *