দুর্গাদাস ঘোষ
তোমার মিলন সুধার আশায়
পথেই বসে আছি
জীবন রথে ঢাললে কেন
আঁধার রাশি রাশি!
মনে ছিল লক্ষ অাকাশ
লক্ষ ছায়াপথ
সেই আকাশে চলত ছুটে
মোদের প্রেমের রথ!
হঠাৎ কিসে হলো তোমার
এতই অভিমান
শুনতেও তুমি গেলে ভুলে
আমার বাঁশির গান!
ভুলতে কী আর পারবে তুমি
যতই থাকো ভুলে
স্মৃতিগুলো ঠিক আসবে ভেসে
বন্ধ দুয়ার খুলে!
ছিলে তো তুমি উদার আকাশ
স্বপ্নে দেখা মৌ
কেন আবার হতে গেলে
আয়ান ঘোষের বউ !!