জ্যোতিপ্রকাশ মুখার্জি
দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের নেতৃত্বে সপ্তাহ ব্যাপী রাজ্যের সমস্ত এলাকায় প্রতিবাদ কর্মসূচী শুরু হয়েছে। প্রথম দিন অর্থাৎ গত ৬ ই জুলাই বীরভূম জেলার রামপুরহাট ২ নং ব্লক তৃণমূল সভাপতি সুকুমার মুখার্জ্জীর নেতৃত্বে তারাপীঠে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শুরু হয় তিন মাথা মোড়ের দলীয় কার্যালয় থেকে। ব্রীজ ও মন্দিরের পাশ দিয়ে এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিল পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে লোক সমাগম হয় প্রচুর। ফলে সামাজিক দূরত্বের বিধিনিষেধ শিকেয় ওঠে।অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। যদিও দলীয় নেতৃত্ব পরবর্তী সময়ে এবিষয়ে সচেতন থাকবেন বলেছেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, ব্লক যুব সভাপতি প্রদ্যোৎ মণ্ডল সহ তারাপীঠের বিভিন্ন বুথের বুথ সভাপতি সহ দলীয় কর্মীরা।
পরে সুকুমার বাবু বলেন – দেশ যখন চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তখন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। রেল ও কয়লা খনি বেসরকারিকরণে মেতে উঠেছে। আমরা এই সবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দাবি অবিলম্বে কেন্দ্র সরকারকে এইসব জনবিরোধী নীতি প্রত্যাহার করতে হবে।