শ্যামল রায়
আজ বুধবার অযোধ্যায় বহু আকাঙ্ক্ষিত রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠিত হবে। এই শিলার নাস কে কেন্দ্র করে চৈতন্য ভূমি নবদ্বীপ শহর থেকে মাটি নিয়ে যাওয়া হয়েছে অযোধ্যায়। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং নবদ্বীপ নগর সমিতির উদ্যোগে সারা শহর জুড়ে রাম মন্দির কে কেন্দ্র করে প্রদীপ প্রজ্জলন করার জন্য আবেদন দেখে পোস্টার লাগিয়ে দেয়া হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে অলিতে-গলিতে। এদিন দেখা গেল নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর এলাকাতেও পোস্টাহ হয়েছে রাম মন্দির কে কেন্দ্র করে। রাম মন্দিরের সেরা নায়ক অযোধ্যায় তাই প্রদীপ প্রজ্জ্বলন এবং শ্রী রাম ভগবান দীপাবলি পালন করার কথা বলা হয়েছে এলাকাবাসী কে।
স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা জানিয়েছে যে আমাদের বহু আকাঙ্খিত রাম মন্দির এর সেরা অনুষ্ঠিত হবে আজ তাই কয়েকদিন ধরে চৈতন্য ভূমি নবদ্বীপ সহো আশপাশ এলাকায় সমস্ত মানুষের কাছে আবেদন রেখেছি ওই দিনে সকলে প্রদীপ প্রজ্জলন এবং শ্রীরাম ভগবান দীপাবলি পালন করুন ইতিমধ্যে আমরা পোস্টার লাগিয়ে দিয়েছি সর্বত্র। এছাড়াও মাইকে প্রচার করা হয়েছে বিভিন্ন মানুষের কাছে।