উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, জয়নগর : রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত চার যুবক জয়নগরে। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ সোমবার রাতে জয়নগর থানার দক্ষিণ বারাশত বেলিয়াডাঙার একটি ভাড়া বাড়িকে ঘিরে ফেলে এবং জাল কাগজ পত্র সহ চার যুবককে গ্রেফতার করে। ধৃত ওই চার যুবক দের বিরুদ্ধে অভিযোগ,তাঁরা কুলতলি বকুলতলা, মগরাহাট, জীবনতলা সহ জেলার বিভিন্ন থানা এলাকায় বহু যুবককে রেলে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছে। ধৃতরা হলেন, মোহাম্মদ নাসির আরফত,বাড়ি মালদার রাসিলাদাহাতে, গৌতম ঘোষ বাড়ি মালদার ছারাবাবাপুর, উত্তম দেবনাথ বাড়ি জীবনতলার বাঁশরা ও গোপীনাথ নস্করবাড়ি জয়নগর থানা দক্ষিণ বারাসাত কেয়ারটেকার ছিলেন আর বাকি তিন যুবক নিজেদের অফিসার বলে ওই বাড়িটি ভাড়া নেন কয়েক মাস আগে মূলত বিভিন্ন এলাকার যুবকদের টোপ দিয়ে তাদের কাছ থেকে লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ তদন্তে এই চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর প্রচুর জল নথিপত্রসহ কাগজপত্র মঙ্গলবার বারইপুর আদালতে তোলা হয়