সেখ সামসুদ্দিন,
কেন্দ্রীয় বিজেপি সরকারের রেল বেসরকারিকরণের প্রতিবাদে মেমারি ১ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটি বিভিন্ন স্টেশনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। মেমারি স্টেশনের ডাউন প্লাটফর্মে শহর তৃনমূল কংগ্রেস কমিটির বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন শহর সভাপতি তথা পুর প্রশাসক স্বপন বিষয়ী, সহকারি প্রশাসক সুপ্রিয় সামন্ত, বিদায়ী পুর বোর্ডের কাউন্সিলরগণ, জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক আশিষ ঘোষদস্তিদার, জেলা ছাত্র সংগঠনের সহসভাপতি মুকেশ শর্মা সহ নেতৃত্ববৃন্দ। ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি নিমো স্টেশনে, পাল্লা, চাঁচাই সহ বিভিন্ন স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সভাপতি বসন্ত রুইদাস, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, নিমো ১ প্রধান উত্তম কৈবর্ত, অঞ্চল সভাপতি জগদীশ সিকদার, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী সহ নেতৃত্ববৃন্দ।