কাজল মিত্র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্র সরকারের কোল ইন্ডিয়াকে বেসরকারিকরণ ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ কুলটি বিধানসভায় ১০২ নম্বর সোদপুর এরিয়া অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করা হলো। এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক শ্রী পূর্ণচন্দ্র বাউরি ও কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি তার অনুগামীরা।বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কুলটির শোধপুর এলাকায় এদিন সকালে বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন কর্মী সমর্থকরা।তৃণমূলের কর্মী- সমর্থকরা দলীয় ঝান্ডা এবং পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান ।
কুলটি বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি বলেন,কেন্দ্রীয় সরকার দিনের- পর-দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে চলেছে। গত দুই মাসে ২২ বার দাম বেড়েছে পেট্রোল- ডিজেলের দাম এবং রেলের বেসরকারিকরণর প্রতিবাদে আমরা আজ অবস্থান বিক্ষোভ দেখাচ্ছি। এদিন তার পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুলটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মোড় এলাকায় পথ সভা করে –বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। । এই বিক্ষোভ পথ সভায় উপস্থিত ছিলেন কুলটি ব্লক
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জি,কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সুবল চক্রবর্তী,লড়াকু নেতা তথা প্রাক্তন কাউন্সিলার অঞ্জন মন্ডল,আসানসোল এমআইসি কাউন্সিলর মির হাসিম, শিক্ষক সেলের নেতা অপরাজিত ব্যানার্জি,কনভেনার ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সভাপতি প্রেমনাথ সাউ, ১০২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু কর্মকার ,কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি মৌমিতা সেনগুপ্ত,
সহ আরো অনেকে।