লকডাউন কড়া রাখতে তৎপর পশ্চিম বর্ধমান প্রশাসন

Spread the love

করোনা সংক্রমণ আটকাতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এর করা পদক্ষেপ

কাজল মিত্র

:- করোনা সংক্রমণ আটকাতে কড়া পদক্ষেপ নিলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গাঙ্গুলি রবিবার সন্ধ্যায় এক নির্দেশিকা জারি করে বলেছেন, রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দোকান বাজার খোলা থাকবে। ঔষধ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও দুপুর একটার পরে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তবে, বাকি সব কিছু স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। মহকুমাশাসক বলেছেন, রেস্টুরেন্ট ও খাবারের দোকান খোলা থাকলেও, সেখানে বসে কেউ খেতে পারবেন না। শুধু হোম ডেলিভারি করা যাবে।এদিকে জেলায় করোনা আক্রান্তর সংখ্যা রবিবার রাতে ৩৫০ পার হয়ে গেছে। যদিও তার মধ্যে ২০০ জনের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *