শুভ ঘোষ ,
আজ ধনতেরাসের দিন লালবাজার সংলগ্ন একটি আন্তর্জাতিক বাই সাইকেল ব্যান্ড ইউনিরক্ষ ভারতের প্রথম স্টোর খুলল আমাদের এই কলকাতাতে বেন্টিক স্টিড্ অঞ্চলে। বাইসাইকেলের ব্যান্ড ইউনিয়ন এর ডাইরেক্টর সুবীর ঘোষ বলেন এই করোনা পরিস্থিতিতে সাইকেল মানুষের বড় সম্বল তাই আমাদের সাইকেল অন্যান্য সাইকেল এর চেয়ে ভাল এবং দামেও কম। আমাদের ইলেকট্রনিক্স সাইকেল বিক্রি চাহিদাও বেশি। আমেরিকা এবং ইউরোপ বিভিন্ন দেশে আমাদের ইউনিরক ব্যান্ড সাইকেল এর জনপ্রিয়তা বেশি। এই ইউনি রক্স বাইসাইকেল দেশের বিভিন্ন স্থানে পোল্যান্ড, জার্মান, ফিনল্যান্ড, ইটালি ,ফ্রেন্ডস অন্ড রোমানিয়া, দেশের মানুষেরা বেশি ইউজ করেন।